Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

আনসার ও ভিডিপির সকল পর্য্যায়ের প্রশিক্ষন সদস্য/সদস্যাদের কল্যান তহাবিল হতে আথিক অনুষ্ঠান যেমনঃ উন্নয়ন মূলক ও আইন শৃংখলা রক্ষয় অবহান ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে আথিক অনুদান পাওয়ার সুয়োগ আছে।

 

সকল প্রশিক্ষনে অংশ গ্রহনের জন্য প্রথমিক ভাবে ইউনিয়ন আনসার কমান্ডার ইউনিয়ন VDP দলনেতা/দলনেত্রী গনসদস্য/সদস্যা বাছায় করেন যোগ্যতা বয়সঃ-১৮ হতে ৩০ বছর পর্যন্ত।

শিক্ষা ৮ম শ্রেনী হতে s.s.c পার্শ ক্ষেএ বিশেষ উচ্চতা আনসার (পু) ৫-৪`` ও আনসার (সঃ) ৫-২`` পার্শ রোগ মুক্ত সাস্থ্য ভালে।

এবং চারিএ ভালে প্রথমিক বাছাই শেষে অত্র ইউনিয়ন বা পৌরসভার নাগরিকত্ব সনদপত্রসহ উপজেলা কমিটিতে পাঠালে তিনি প্রশিক্ষন গ্রহন করতে পারবেন।

অনুরূপ ভাবে উপজেলা হতে জেলা এবং জেলা হতে পর্য্যয়ের প্রশিক্ষনে অংশ গ্রহন করা যায়।

আথিক অনুদান ও এক ইনিয়নে বাছাই কমিটি অনুমোদন সপেক্শে প্রদান করা হতে থাকে।

আনসার ও ভিডিপিসদস্য/সদস্যাদেরকে গ্রাম/ উপজেলা/জেলা/**ও জাতীয় পর্যায়ে নিম্নবানিত প্রশিক্ষন ধাপ ওয়ারী গ্রহন করা হয়

১।গ্রাম প্রভিত্তিক