Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

 

আমাদের সেবা সমূহ ঃ

১। সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ প্রদান।

২। গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ প্রদান

৩। জেলা ভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ প্রদান

৪। ইউনিয়ন/ওয়াড দলনেতা/দলনেত্রী প্রশিক্ষনে প্রশিক্ষনার্থী প্রেরণ।

৫। কারিগরী ও পেশা ভিত্তিক প্রশিক্ষনে প্রশিক্ষনার্থী প্রেরণ যথা ঃ

      (ক) অটো মেকানিক্স প্রশিক্ষণ।

      (খ) রেফ্রিজারেটর এ্যানড এয়ার কন্ডিশনার প্রশিক্ষণ

      (গ) ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ।

      (ঘ) মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ।

      (ঙ) প্লাম্বিং এ্যান্ড রড বাইন্ডিং প্রশিক্ষণ।

      (চ) ওয়াল্ডিং ৪টি প্রশিক্ষণ।

      (ছ) ম্যাশানারী এন্ড রড বাইন্ডিং প্রশিক্ষণ।

      (জ) কনস্ট্রকশন পেইন্টিং প্রশিক্ষণ।

      (ঝ) টাইলস সেটিং প্রশিক্ষণ।

      (ঞ) বেসিক কম্পিউটার প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা)

৬। প্রকল্প ও পেশা ভিত্তিক প্রশিক্ষনে প্রশিক্ষনার্থী প্রেরণ যথা ঃ

      (ক) ইলেকট্রিশিয়ান প্রশিক্ষণ।

      (খ) ফ্রিজ ও এয়ারকন্ডিশনার মেরামত প্রশিক্ষন।

      (গ) সেলাই ও ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ।

      (ঘ) সোয়েটার নিটিং প্রশিক্ষণ।

      (ঙ) ওভেন মেশিন অপারেটিং প্রশিক্ষন।

      (চ) মোবাইল ফোনসেট মেরামত ও রক্ষনাবেক্ষন প্রশিক্ষণ।

      (ছ) মটর ড্রাইভিং প্রশিক্ষণ।

      (জ) অভিকারুপন্য প্রশিক্ষণ।

ভিডিপি মৌলিক প্রশিক্ষনে প্রয়োজনীয় যোগ্যতা ঃ

১। বয়স ঃ ১৮'-৩০" বছর।

২। উচ্চতা ঃ পুরুষ কমপক্ষে ৫'-৬"

              মহিলা কমপক্ষে ৫'-২"

৩। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণি পাশ।

৪। জাতীয় পরিচয় পত্র থাকতে হবে।

৫। বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

৬। শারিরীক ও মানসিক ভাবে সুস্থ্য থাকতে হবে।

 

আনসার মৌলিক প্রশিক্ষনে বাছাই প্রক্রিয়া ঃ

নির্ধারিত তারিখে শারিরীক যোগ্যতা যাচাই ও লিখিত পরীক্ষার মাধ্যমে আনসার মৌলিক প্রশিক্ষনে প্রশিক্ষনার্থী বাছাই করা হয়।

প্রয়োজনীয় যোগ্যতা ঃ

১। ভিডিপি মৌলিক প্রশিক্ষন থাকতে হবে।

২। বয়স ঃ ১৮ হতে ৩০ বছর

৩। উচ্চতা ঃ পুরুষ কমপক্ষে   ৫'-৬"    

                 মহিলা কমপক্ষে ৫'-২"

৪। শিক্ষাগত যোগ্যতা নুন্যতম ৮ম শ্রেণি পাশ হতে হবে।

৫। জাতীয়পরিচয় পত্র থাকতে হবে।

৬। বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

৭। শারিরীক ও মানসিক ভাবে সুস্থ্য থাকতে হবে।

৮। পুলিশ ভেরিফিকেশনে কোন বিরূপ মন্তব্য থাবে না।

পেশা ভিত্তিক প্রশিক্ষনে প্রশিক্ষনার্থীদের যোগ্যতা ঃ

১। ভিডিপি মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে।

২। বেসিক কম্পিউটার, মোটর ড্রাইভিং, মোবাইর ফোন সেট মেরামত সার্ভিসিং প্রশিক্ষনের জন্য এস,এস,সি পাস হতে হবে এবং অন্যান্য    ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাশ হতে হবে।

সদস্য/সদস্যের প্রাপ্ত সুবিধা সমূহ ঃ

১। প্রশিক্ষনপ্রাপ্ত সদস্য/সদস্য গন সরকারি চাকুরীর ক্ষেত্রে ১০%       কোটাপ্রাপ্ত হবেন।

২। কর্মরত আনসার সদস্য মারা গেলে এককালীন ৫,০০,০০০ টাকা       এবং আহত হলে এককালীন ১,০০,০০০ টাকা অনুদান প্রাপ্ত হবেন।

৩। সদস্য/সদস্য গন ‍অসুস্থ্য হলে চিকিৎসার জন্য আর্থিক অনুদান পাবেন

৪। সদস্য/সদস্যদের মেয়েদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

৫। সদস্য/সদস্যদের মেয়ের বিবাহ উপলক্ষে আর্থিক অনুদান পাবেন।

৬। অঙ্গীভূত আনসার সদস্যগন চাকুরীকালীন রেশনপ্রাপ্ত হবেন।

৭। অঙ্গীভূত আনসার সদস্য গন বাহিনীর নির্ধারিত পোশাক যথা ঃ বুট, হেলমেট নিগার্ড প্রভৃতি পাবেন।

৮। দৃষ্টান্ত মূলক আইন শৃঙ্খলা রক্ষা ও আথ সামাজিক ‍উন্নয়নের জন্য       বাংলাদেশ আনসার পদক ভিডিপি পদক/রাষ্ট্রপতি পদক/আনসার        সেবা পদক প্রাপ্ত হবেন এবং এককালীন/মাসিক/নগদ অর্থ পুরস্কার       প্রাপ্ত হবেন।

 

প্রয়োজনীয় মোবাইর নাম্বার সমূহ ঃ

উপজেলা প্রশিক্ষিকা-০১৭১০-৭৭৬১৮৩

উপজেলা প্রশিক্ষক- ০১৭১৭০১১৫৮৯